Tuesday, February 19, 2019

যে বীরত্বের জন্য




                                                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
যে বীরত্বের জন্য তোমাদের এতো খেতাব, এতো সম্মান..
সে অর্জ্নকে কেন করছো অপমান ?

তোমরা তো জাতির শ্রেষ্ঠ সন্তান উপমার দিশারী..
তোমাদের দেখে দেখে সুপ্ত চেতনাকে জাগ্রত করি
কিন্তু আজ দেখি তোমরা নেই আর সেই পথে
বলতো কি করে যাই তোমাদের সাথে ?

যে বীরত্বের জন্য তোমাদের এতো অহংকার এতো পরিচয়
সে গর্জ্নকে কেন করছো নতজান ?

তোমরা তো জাতির রক্তিম সূর্য্ আলোকিত প্রাণ
তোমাদের নামে নামে রচিছে কতো কবিতা গান
কিন্ত আজ দেখি তোমরা নেই ছন্দে ছন্দে..
বলে তো কি যাই তোমাদের দ্বন্দে দ্বন্দে ?

যে বীরত্বের জন্য তোমাদের এতো দাম এতো উপাদী
সে সম্মানকে কেন করছো অপমান ?

 তোমরা তো জাতির লাল-সবুজ বিজয় নিশান
তোমাদের পথে পথে হতে চেয়েছি চির অম্লান
আজ দেখি তোমার এক অশুভর ফাঁদে ফাঁদে…
একটু চেয়ে দেখ,
 সেই চেতনা আর নেই তোমাদের কাঁধে কাঁধে !!

যে বীরত্বের জন্য তোমাদের এতো খেতাব, এতো সম্মান..
সে অর্জ্নকে কেন করছো অপমান ?
------------------------------------------13-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




No comments:

Post a Comment