-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
এক ঝাঁক পাখিকে দেখেছি
বিদ্রোহী সুরে গাইছে গান
যে সুরের জন্য এতো
বিখ্যাত! এতো শ্রদ্ধেয়! এতো বীর্যবান
সেই ওস্তাদের গানকে
অবিরত করছো অপমান..
ওরা ভুলে গেছে- মৌলিক
সুর ভুলে গেছে এক সিংহাসনের অভিলাসে
যাদের বিরুদ্ধে গর্জেছিল
লক্ষ তাজা প্রাণ..
যার সুরে সুরে তুলেছিল
এক সংগ্রামের তুফান..
সেই বিদ্রোহীরা আজ
মুক্তিকামী পাখিদের মেহমান !
ওদের অহংকার ওদের পরিচয় ওরাই লুটে যাচ্ছে ক্ষণে ক্ষণে
ওদের সেই অবয়ব নেই!
সেই সুর নেই! সেই গান নেই…
আছে শুধু নির্লজ্জ চাওয়া-পাওয়ার হিসেব নিকেষ
যেখানে নেই কোন মৌলিক সুর কিংবা আর্দশের আহবান
আর পরিচয় দিও না -
ওহে পাখিদের ঝাঁক..
সবাই চিনে গেছে,
সবাই বুঝে গেছে তোমাদের
ছদ্মবেশী গানের রাগ..
তোমরা আজ পথভ্রষ্ট
শিকারী পাখি…
মুখে মুখে ওস্তাদের
সুর তুলে দিচ্ছো শুধু ফাঁকি ।
সাদা পোশাকের আড়ালে
দেখেছি এক কালোর সন্ধি !
সেই গবির্ত্ সুর,
সেই গর্বিত গান –আজ বন্ধি- ছদ্মবেশীদের কণ্ঠে বন্ধি।
তোমরা নহে গো নবীনের
দিশারী..
তোমরা এক স্বার্থের
নিলর্জ্জ প্রহরী ।
যে সুরের জন্য এতো
বিখ্যাত! এতো শ্রদ্ধেয়! এতো বীর্যবান
সেই ওস্তাদের গানকে
অবিরত করছো অপমান…
-------------------------------------------------13-11-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment