Tuesday, February 19, 2019

তোমার মতো দেখিনি




                                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
অনেক বৈচিত্র দেখেছি এ পৃথিবীর বুকে
কিন্তু তোমার মতো দেখিনি ওহে প্রাণ !

কখন যে কোন তরঙ্গে নেচে উঠ আজো বুঝেনি..
তুমি এক বৈচিত্রের সমারহ- ওহে প্রাণ !
অথচ তোমাকেই এতো ভালবাসি এতো ঘৃণা করি !
আসলে বলো তো তুমি কি ?
প্রকৃত কোন রূপে কোন রঙে ‍তুমি ?

কত রূপ, কত রঙ দেখেছি তোমার এ বুকে আঁকা !
তবু কেন স্পন্দিত বুক এতো ফাঁকা ফাঁকা ?
সে তো বুঝে না- প্রেমের ভাষা বুঝে না
ক্ষণে ক্ষণে বদলায়, রূপ বদলায়, রঙ পাল্টায়..
এ পরিচয় যে বড় অদ্ভুদ !

অনেক বৈচিত্র দেখেছি এ পৃথিবীর বুকে
কিন্তু তোমার মতো দেখিনি ওহে প্রাণ!
কখন যে কোন সুর তাল লয়ে যাও গেয়ে..
কে বুঝেছে এ নশ্বরে ?

তুমি বৈচিত্রের সমারহে গড়া এক বিষ্ময় সৃষ্টির!
তুমিই  বিজয়, তুমিই পরাজয় স্বর্গিয় প্রেমের ।
------------------------------------12-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




No comments:

Post a Comment