Tuesday, February 19, 2019

আসলে তুমি এক




                                                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এ পৃথিবীর এতকিছু দেখেছি শুধু দেখেনি তোমাকে
অদৃশ্যে হতে ক্ষণে ক্ষণে রঙ বদলাও এ ভূ-লোকে.

তুমি কি চাও বুঝিনি আজও বাহ্যিক দৃশ্যপটে…
তোমার প্রতিকূলে গেলেই গীবতের ডানা উঠাও চটে
অনুকূল হলেই শাবাস! শাবাস! গলা ফেটে বলো
ভিন আদর্শ্ কিংবা মতোবাদ সব যেন পর হলো

কোন পথে ছুটেছো তুমি হে অৃদশ্য পালোয়ান
তোমায় ঘিরে আছে স্বার্থবাদী কিছু দারোয়ান
তুমি দেখনি কিংবা বুঝনি সেই ষড়জালের খেলা..
ওরা ছেড়েছে জন সমুদ্রে ছেড়েছে এক মিথ্যের ভেলা

ওহে মহোর খচিত প্রাণ !
তুমি কি বুঝেছো তাদের অভিনয় কিছু ?
নাকি না বুঝেই ছুটেছো গীবতের পিছু পিছু….

যাকে তুমি গতকালও ভাবতে বড় আপন..
আজ কি এমন হলো সেই সত্যকে করেছো গোপন..
শুধু বলো মুখে মুখে বলো গণতন্ত্রের কান্ডারী
আসলে তুমি এক আপন স্বার্থের প্রহরী ।

যদি বলে থাক গণতন্ত্রের সাহসী পাঞ্জেরী তুমি..
তবে নেই কেন আমার অধিকার এই বঙ্গ ভূমি ?
তোমার হলেই  বলো উঠ শাবাস! শাবাস !
আর না হলেই কর আমার সর্বনাশ! সর্বনাশ !

আসলে তুমি এক আপন স্বার্থের প্রহরী ।
-----------------------------------------12-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।






No comments:

Post a Comment