-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
অনেক কিতাব পড়েছি
এ রকম পাইনি একটিও
সেই কতকাল ধরে তুমি এক অবিনশ্বর জ্যোতিও !
তুমি কখনো নিভে যাওনি
অন্ধকার পথে পথে
সদা উজ্জ্বল, সদা
দীপ্তময় এক প্রেমের সাক্ষাতে
তুমি এসেছো ওই আরশ
থেকে
ওই আল্লাহর সংবিধান
এঁকে
তুমি জেগেছো সদা মানব
মুক্তির সন্ধানে.
যে কিনা চিনেছে তোমায়
এই ভুবনে..
সে পেয়েছে হেদায়েতের
পথ আল-কোরআনের কল্যাণে
তুমি এক অবিনশ্বর
সংবিধান.
প্রিয় নবীজির শান্তির
নিশান
দ্বীন ইসলাম ! দ্বীন
ইসলাম
মানব মুক্তির অমর
কবিতা- আল-কোরআন -আল-কোরআন।
কে আছো বুঝবে তারে
ওহে মুসলমান..
আল-কোরআন যে চির সত্য-
চির অম্লান ।
আর কেহ নহে গো তারই
সমান..
অন্তরে রেখ গো এই
ঈমান ।
---------------------------------11-11-2018
।,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment