Tuesday, February 19, 2019

একটু ধরতে দিবে ?


                                                        -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
একটু দিবে! একটু ধরতে দিবে ?
তোমার ফুল দু”টো !
এ ফুলের সৌরভ সুবাস যে আমাকে..
বড় বেশী উম্মাদ করে দিচ্ছে প্রতিটি পুলকে পুলকে
একি ফুল ফোঁটালে তুমি জমিনের ভাঁজে ভাঁজে !
পাঁপড়িগুলো চেয়ে আছে অপলক চেয়ে আছে
আমার দিকে চেয়ে আছে
একটু ধরতে দিবে ?
আর সইতে পারছি না, গর্জে উঠছে খুব গর্জে উঠছে
এখনি ভেঙ্গে দিবো..
মধু চুষে নিবো
আলিঙ্গনে আলিঙ্গনে চুষে নিবো
প্রণয়ের উল্লাসে গেয়ে যাবো
আমি তোমাকে ভালবাসি, অনেক ভালবাসি
একটু ধরতে দিবে ?
তোমার ফুল দু”টো !
---------------------------------11-11-2018 ।,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।


No comments:

Post a Comment