Tuesday, February 19, 2019

শান্তির চাষাবাদ




                                                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
শান্তির দিশারী হয়ে এসেছিল এই নিখিলের বুকে
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)
এক পরাজিত মানবের মুক্তির ডাকে ।

জাহেলী বাতিলের বিরুদ্ধে আপোষ করেনি যার প্রাণ..
শুধু প্রচার গেছে দ্বীন ইসলাম দ্বীন ইসলাম
ওই তৌহিদী বাণী আল-কোরআন, আল-কোরআন ।

ওহে প্রিয় নবীজির শ্রেষ্ঠ উম্মত তৌহিদী মুসলামান
অন্তঃকরেণে কতটুকু লালন করেছো সেই আহবান!

তোমার চলনে তোমার বলে আছে কি প্রতিচ্ছবি ?
নাকি শুধু মুখে মুখে ঈমানদার -পরহেজগার দাবী !

তোমরা হারনি- হারতে আসনি - ওহে ঈমানদার
লুফে নেও হাদিস কোরআন কেউ নেই হারাবার

তুমি পার না কখনো পারনা মুনাফিকের সঙ্গী হতে
তোমার কাফেলা হবে প্রিয় নবীজির পথে পথে

তুমি মানুষ, তুমি মানবতার অতন্ত্র প্রহরী
তুমি প্রিয় নবীজির উত্তরসূরী
তুমি শান্তির প্রতীক, ইসলামের পাঞ্জেরী ।

ওহে শুন,
এগুলো এক আজগুবি সংবাদ !
দ্বীন ইসলামে নেই কোন জঙ্গীবাদ ?
গর্জে উঠ গর্জে উঠ কর প্রতিবাদ
ইসলামে আছে শুধু্ শান্তির চাষাবাদ ।

ওহে ঈমানদার ওহে মুসলমান- হও যদি তার উম্মত !
তোমায় রুখে
কার আছে এমন হিম্মত ।
-------------------------------------------11-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



No comments:

Post a Comment