-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
তোমার বুকে মাথা রাখবো
বলে অনেক স্বপ্ন বুঁনেছি..
দুয়ার খুলে রেখেছি
দিবা নিশি –
তুমি এতো কাছে আস
তবু কেন ?
একদম হাতের নাগালে
জেগে আছো অতন্ত্র প্রহরীর মতো
খুব ইচ্ছে করে তোমাকে
মেরে মেরে লুটে নেই
সেই গুপ্ত জল রাশি
!
তোমার জমিনের কোন
খানে কি আছে আমি সব জানি !
গত রাতে সব দেখেছি..
তুমি এসেছিলে, একান্তে
এসেছিলে গভীর রজনি..
বুকে মাথা রাখতেই..
দুষ্টটা কেঁদে উঠলো-
জুড়ে জুড়ে কেঁদে উঠলো.
ততক্ষণে সব শেষ !
মৃদু হাসি দিয়ে ঘুমা
টা ভে্ঙ্গে দিলে ।
কই আর তো আসলে না?
তোমার বুকে মাথা রাখবো
বলে অনেক স্বপ্ন বুঁনেছি..
দুয়ার খুলে রেখেছি
দিবা নিশি –
----------------------------------------11-11-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment