-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
তারাগুলো নিভে যাচ্ছে,
একে একে নিভে যাচ্ছে
ওরা চায় না, আর জ্বলতে
চায় না অন্ধকার আকাশে
পথিকেরা সেই উজ্জ্বল
তারার আলোকে ভুলে গেছে
এক হুজুগের উৎসবে
মেতেছে বাংলার অলি গলি….
শ্লোগানে শ্লোগানে
উত্তাল হয়ে গেছে জন সমুদ্র..
কিন্তু কেন ?
কোন উত্তর নেই !
আছে কিছু আবেগের উম্মাদনা
আছে কিছু প্রতিহিংসার মহাযজ্ঞ!
অবিরত চলেছি অবজ্ঞা করে চলেছি অন্ধাকার দিপালীকে..
এই অন্তরে সফে নিয়েছি
শুধু প্রতীকের মহাবরণকে
আর কিছু বুঝি না,
বিচার বিশ্লেষণ বুঝিনা,
চাই শুধু চাই আমার প্রতীকের বিজয় চাই
হউক না যে কেউ !
হে পথিক আমরা কি অন্ধ
হয়ে গেছি ? কোন দর্শনে ছুটেছি ওদের পিছুন পিছুন!
ওরা কি তোমার মূল্য
বুঝে?
নাকি তুমি এক যোগ্যহীন
বিচারক !
যে স্বপ্নের প্রত্যাশায়
মিছিলে মিছিলে ছুটছো....
সে কান্ডারী কি তোমার
আর্জি শুনে ?
এ - ওপিঠ একই মঞ্চের
অভিনেতা
তুমি এক দিশেহারা
পথিক !বঞ্চিত মিছিলের রক্তাক্ত প্রাণ!
পথিকেরা সেই উজ্জ্বল
তারার আলোকে ভুলে গেছে
এক হুজুগের উৎসবে
মেতেছে বাংলার অলি গলি….
--------------------------------11-11-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment