Tuesday, February 19, 2019

এতো সহজে




                                                                              -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
তুমি কি পেয়েছো জানি না তবে আমি তোমাকে হারিয়েছি..
এতো সহজে তুমি বদলে যাবে তা হয়তো তুমিও ভাবনি

তবে এটা ঠিক,
তুমি অভিনয় করতে পেরেছো অপূর্ব্ অভিনয় !
সেই মঞ্চটা আজও পড়ে আছে একা একা পড়ে আছে
শুধু অভিনেত্রী নেই !

হয়তো অন্য কোন অভিনেতার হাতে ধরে মঞ্চে মঞ্চে
অজানা কোন পর্দায় ভেসে উঠছো..
খুব জানতে ইচ্ছে আর কতো দিন, আর কতো দিন..

তুমি কি পেয়েছো জানি না তবে আমি তোমাকে হারিয়েছি..
তুমি ছাড়া আমার মঞ্চ যে বড় একা, বড় একা
হয়তো অভিনয়ের মূল্য দিতে পারিনি..
কিন্তু ভালবাসা তো দিতে পেরেছি !

এতো সহজে তুমি বদলে যাবে তা হয়তো তুমিও ভাবনি !
---------------------------------- 10-11-2018 ,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment