-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা,
শুভ –শুভ- শুভ জন্ম দিন ওহে লিজা !
শুভেচ্ছা- তোমাকে শুভেচ্ছা -অফুরান শুভ্চ্ছো
জেগে তুল হে জেগে তুল হে ওই বিধাতার ইচ্ছা
খুলে দাও আজই খুলে দাও স্বপ্নের ডাল- পালা
অতীত ব্যর্থ্তা নহে গো তোমার আগামীর পথ
চলা
একে একে নিভে যাচ্ছে প্রাণের স্পন্দিত আলো
বাকী দিয়ে দুর করে যাও আগামীর সব কালো
।
আছে কি খেয়াল সেই দিকে ওহে ক্ষণিকের পাখি?
নহে গো আনন্দ- নহে গো ফূর্তি..
যদি না জাগাও গহিনের আঁখি !
কি মূল্য আছে তোমার যদি দাও তারে ফাঁকি
এখনো বাকি, অনেক কাজ বাকি !
আগামীর পথ চলা হউক চির মুক্তির ঠিকানা…..
লুফে নাও , লুফে নাও হাদিস কোরআন খানা ।
এখনো অচেনা, অনেক পথ অচেনা..
অতীত যে হয়নি কখনো অজানা !
শুভ –শুভ- শুভ জন্ম দিন ওহে লিজা !
শুভেচ্ছা- তোমাকে শুভেচ্ছা -অফুরান শুভ্চ্ছো
-----------------------------------10-11-2018
।
No comments:
Post a Comment