-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
ওহে মানব,
আশরাফুল মাখলুকাত
দাবী যদি কর আপনাকে..
সে বৈশিষ্ট্যের কতটুকু
ধারন করেছো ভূ-লোকে!
আমি কি নিরাপদ তোমার
অনিষ্টের গ্রাস হতে ?
তুমি কি নত শির ওই
আল্লাহর ইচ্ছাতে ?
হও যদি গোলাম, হও
যদি নত শির ওই বিধাতার
তুমিই শ্রেষ্ঠ, তুমিই
পরহেজগার- ওহে ঈমানদার !
সম্মুখে তোমার নবীজির
দিপালী - ওহে মুসলমান..
তবে কিসের ভয় হে
আকড়ে ধর
এ প্রাণে আকড়ে ধর
এক আল্লাহর সংবিধান
আল-কোরআন, আল-কোরআন
।
ওহে বেহেস্তী ফুলেরা
শুনেছো যদি হুজুরের ওয়াজ
জেগে তুল হে, জেগে
তুল হে গহিনের সুপ্ত আওয়াজ
দলে দলে ছুট মসজিদে
ছুট ডাকিছে মুয়াজ্জিন..
হও নত শির তারই দরবার
ওহে ক্ষণিক প্রাণ…
বাইরে আছে ভেতরে নেই
আছে কি তার দাম ?
সে যে মুনাফিক, সে
যে কাফের—
দোযখ তার পরিণাম-
ওহে গোলাম- ওহে মুসাফির
-ওহে তামাম পৃথিবীর প্রাণ
নেই কোন মাবুদ আল্লাহ
ছাড়া গেয়ে যাও এই গান..
-------------------------------------------------10-11-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment