Tuesday, February 19, 2019

সংলাপ




                                            -কবি  মোঃ আমিনুল এহছান মোল্লা
তুমি যদি না জাগ  হে গোলাপ
হৃদয়ে হৃদয়ে কিভাবে হবে  সংলাপ !
একা একা দহে শুধু তরঙ্গের সফেন..
দাউ দাউ জ্বলে শুধু বিচ্ছেদের আগুন।
তুমি জাগ হে -তুমি জাগ হে গোলাপ
থেমে যাবে থেমে যাবে সব যুদ্ধের সংলাপ ।
--------------------------------8-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।


No comments:

Post a Comment