Tuesday, February 19, 2019

তোমার মাঝেই আছে সুপ্ত


                                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
যে শিল্পের সন্ধানে ছুটেছো - হে শিল্পি
সে কারখানা তোমার মাঝেই আছে সুপ্ত !

একটু জাগিয়ে দেখ তোমার এ প্রাণে..
শৈল্পিক কত শিল্প গড়ে উঠেছে তোমার ভুবনে
তুমি রঙ তুলি, তুমি শিল্পি, তুমি অমর শিল্প…
হৃদয়ের ফ্রেমে এঁকে যাও শুধু এঁকে যাও
নিরবদি এঁকে যাও এক প্রেমের ছবি!

দেখবে- তুমি দেখবে- শুধু দেখবে..
কত শিল্প গড়ে উঠেছে শিল্পির অঙ্গনে…
জাগিয়ে তুল, শুধু জাগিয়ে তুল
তোমার গহিনের কারখানা ।

যে শিল্পের সন্ধানে ছুটেছো - হে শিল্পি
সে কারখানা তোমার মাঝেই আছে সুপ্ত
----------------------------- 8-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment