Tuesday, February 19, 2019

ওরা এখন মৃত্যেুর ফাঁদে!




                                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ঝড় উঠছে প্রচন্ড ঝড় উঠছে, কাল বৈশাখী ঝড়!
গভীর জলের কৈ মাছেরা প্রস্তুতি নিচ্ছে,তোড়জোড় প্রস্তুতি নিচ্ছে
জলে থাকবে না, ওরা আর থাকবেনা
আপনার গৃহে থাকবে না..

দলে দলে ডাঙ্গায় উঠছে, বন জঙ্গলে ছড়িয়ে পড়ছে
শরীর রক্তাক্ত হয়ে যাচ্ছে, নিযার্স্ বেড় হয়ে যাচ্ছে..
তবু ওরা বুঝেনা এ নিবাস তাদের নয় ! এ যুদ্ধ তাদের নয়.
স্রোতের বিপরীতে ছুটেছে ওরা এক অন্ধকার ফাঁদে ফাঁদে
শিকারীরা উল্লাসে মেতে উঠেছে
পাড়া মহল্লায় অলি গলি ।

কৈ মাছেরা ভুলে গেছে, ভুলে গেছে আপনার নিবাস !
শিকারীদের বুঁনা জালে আটকে গেছে প্রাণের  স্পন্দন
ওরা ছুটেছে এক নবগিন্তের শ্লোগানে শ্লোগানে..
অথচ আপনার প্রাণ নেই, আপনার গৃহ নেই ।
ওরা  এখন মৃত্যেুর ফাঁদে!
-----------------------------------------------------10-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




No comments:

Post a Comment