Tuesday, February 19, 2019

সন্ধির দাবী নিয়ে গিয়েছি




                                                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এক যুদ্ধ থামাব বলে তোমার দূর্গে গিয়েছি বার বার..
সন্ধির দাবী নিয়ে গিয়েছি বহুবার

এক চুক্তি করব বলে হৃদয়ের দ্বার খুলেছি..
কউ তোমাকে তো পাইনি যতবার খোঁজেছি!
তবুও গিয়েছি যদি একটু..
বজ্র কন্ঠে ডেকেছি ইশারায় ইশারায় বলেছি..
এক যুদ্ধ থামাতে এসেছি,হৃদয়ের দাওয়াত নিয়ে এসেছি-

তুমি সাড়া দিলে না !
তুমি বুঝলে না, তুমি রাখলে না অঙ্গিকার ।
কথা ছিল আলিঙ্গনে আলিঙ্গনে লিখে যাবে প্রেমের কবিতা.
এক উৎসবে জাগাবে স্পর্শিত ফোয়ারা
উত্তাল সফেনে ভাসাবে প্রনয়ের মহাতরী..
রচিত করবে এক সন্ধির মহাকাব্য 

ভঙ্গ করলে , তুমি ভঙ্গ করলে সেই চুক্তি !
দুর্গে দূর্গে অবিরাম চলছে এক মহাযুদ্ধ..
কে রুখবে এ অশুভ শক্তি ?
এক যুদ্ধ থামাব বলে তোমার দূর্গে গিয়েছি বার বার..
সন্ধির দাবী নিয়ে গিয়েছি বহুবার ।
--------------------------------8-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment