Tuesday, February 19, 2019

অগ্নি শিখা




                                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
তুমি নিষ্ঠুর জানতাম, তবে এতোটা নিষ্ঠুর ভাবতেও পারিনি..
এতোবার তোমাকে…
কই কোন উত্তর দিলে না, না বা হ্যাঁ ওতো বললে না
কিসের এতো দেমাক তোমার ?
আমি তোমাকে ভালবাসি বলে ?
যদি তাই না হতো তবে কি তুমি পারতে ?

যে ভালাসাকে তুমি তুচ্ছ করেছো, অপমান করেছো..
সেতো আমার বিজয় !শুধু আমার বিজয়!
সেতো তোমার পরাজয় !শুধু তোমার পরাজয় !
তুমি হেরে গেছো, তোমার কাছেই তুমি হেরে গেছো
তুমি অহংকারী হয়ে গেছো.
তুমি বদলে ফেলেছো ভালবাসার রঙ..
তুমি ভুলে গেছো,  হৃদয়ের সৌন্দর্য্যকে ভুলে গোছো..
তুমি এক হৃদয়হীনা…
অগ্নি শিখা !

তুমি নিষ্ঠুর জানতাম, তবে এতোটা নিষ্ঠুর ভাবতেও পারিনি..
এতোবার তোমাকে…
--------------------------------------8-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


No comments:

Post a Comment