Tuesday, February 19, 2019

চাই চাই তুরাগ ট্রেন চাই




                                                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

মাননীয় প্রধান মন্ত্রী চাই চাই তুরাগ ট্রেন চাই
লক্ষ জনতার দাবী গাজীপুরে চাই
প্রতিদিন হাজার হাজার অফিস যাত্রী.
তুরাগ ট্রেনে আসে যায় প্রভাত রাত্রি ।

আজ দেখি নাই -তুরাগ ট্রেন নাই -জয়দেবপুরে নাই
মাননীয় প্রধান মন্ত্রী আমরা কিভাবে আসি যাই?
একতা দেরী- নীল সাগর দূরে- যুমনায় ঠাঁই নাই
ধূমকেতু ভোরে সুন্দরবন নাহি পাই
রংপুর থামেনা জয়দেবপুর ষ্টেশনে ভাই
আমরা কিভাবে আসি যাই?

মাননীয় প্রধান মন্ত্রী চাই চাই তুরাগ ট্রেন চাই
এসো দেখ, এসে দেখ -তিল ধরনের নাই ঠাঁই.
হাজার হাজার অফিস যাত্রী তোমার দিকে তাকাই
ফিরে দাও ফিরে দাও আজি ফিরে দাও
প্রাণের ট্রেন তুরাগ ট্রেন আজি ফিরে দাও।।

মাননীয় প্রধান মন্ত্রী চাই চাই তুরাগ ট্রেন চাই.
আমরা অফিস যাত্রী-
প্রভাত- রাত্রি
কিভাবে আসি যাই ।
তুমি মনবতার মাতা, তুমি কউমী জননী, তুমি বঙ্গ বন্ধুর কন্যা
তোমার চেয়ে দরদী কে আছে বলো ?
হ্যাঁ বলো ! হ্যাঁ বলো!
তুমি মুছে দাও, তুমি মুছে দাও হাজার চোখের কান্না ।

মাননীয় প্রধান মন্ত্রী চাই চাই তুরাগ ট্রেন চাই
লক্ষ জনতার দাবী গাজীপুরে চাই 
---------------------------------------8-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




No comments:

Post a Comment