কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এইতো সন্ধ্যার একটু
পর গাজীপুর রেল ষ্টেশনে
তুরাগ ট্রেনটি এসে
থামল। ইঞ্জিনটি সম্মুখ গমনে
খুব উচ্চ স্বরে হুইসাল
বাচ্ছিল কানে কানে..
কেউ একজন হাঁটছিল
বিপদ জনক রেল লাইনে..
কথা বলছে তো বলছেই
অবিরাম বলছে ফোনে
কোন নজর নেই সম্মুখে,
কোন দৃষ্টি নেই পিছনে
ইঞ্জিনটি খুব নিকটে
এসে গেল
কেউ একজন চিৎকার দিয়ে
উঠল..
আর কোন সাড়া শব্দ
নেই - এক নিস্তব্দ নিরতা..
রক্তে রঞ্জিত কিছু
একটা লাফাচ্ছিল, রেল লাইনে লাফাচ্ছিল
মুহূতের্ই্ থেমে গেল
! মুহূতের্ই্ থেমে গেল !
শরীরে মাংসগুলো ছিন্ন
বিছিন্ন হয়ে গেছে..
রক্তের স্রোত ধারা
প্রবাহিত হচ্ছে পাথরের গা ভেসে..
এক বিকৃত চেহারায়
কেউ পড়ে আছে, নিথর পড়ে আছে
চেনার কোন উপায় নেই
!
অথচ কিছুক্ষণ আগেও
এক প্রাবন্ত যুবক ছিল!
এখন সে এক বেওয়ারিশ
লাশ !
পাখিরা ছিড়ে ছিড়ে
খাচ্ছে, কুকুরে টেনে নিচ্ছে
হয়তো এভাবেই চলে যাবে
পৃথিবীর বুক থেকে
এ মোবাইল ফোন, কানে
কানে ফোন
শতর্কহীন চলাফেরা
কিংবা রাস্তা পারাপার.
অকালে কেড়ে নিচ্ছে
তার তাজা প্রাণ !
একটু সাবধান হও ওহে
ক্ষণিক প্রাণ
তুমি যে জাতির, তুমি
যে পরিবারে অনেক মূল্যবান ।
তোমাকে যে দিবে এ
প্রাণের প্রতিদান
আপনার ভুলে হইও নাকো
বেওয়ারিশ লাশ !
তোমার মাঝেই লুকে
আছে অনেক স্বপ্নের বাস।
----------------------------------------------8-11-2018
।, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment