Tuesday, February 19, 2019

তুমি নহে নেশাখোর



                                                                       -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এতো সুন্দর একটি নাম, পিতা-মাতার দেওয়া নাম;
সবাই এই নামেই ডাকতো কিংবা চিনতো-
তরতাজা যুবক! বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যুবক

একদা জিজ্ঞেস করলাম, আচ্ছা, প্রদীপ কেমন আছে ?
প্রদীপ !
 না কবি সাহেব, এই নামে কেউ এখানে থাকে না-
তবে হ্যাঁ, আমাদের মহল্লায় একজন নেশাখোর থাকে
একজন ছিনতাইকারী থাকে-
তাকে সবাই নেশাখোর বলেই চিনে !

অবাক বিষ্ময়ে ভাবলাম!
যে প্রদীপের যৌবনদীপ্ত উদ্দীপনার দিকে তাকিয়ে জাতি স্বপ্ন দেখতো
”এই প্রদীপ শুধু বাংলার”
কিন্তু প্রদীপের আকাশে আজ কোন আলো নেই !
ইয়াবা ফেনসিডিল গাঁজা আরো কত কি হাতে নিয়ে
প্রদীপ আজ নেশাখোর !
যৌবনদীপ্ত প্রাণের চঞ্চলতায় নেমে এসেছে এক ঘন কালো অন্ধকার

প্রদীপ লুটিয়ে পড়লো নেশার গোঢ়ে,
তারও বাঁচার অধিকার আছে, ”এই প্রদীপ শুধু বাংলার”
কিন্তু মদ, গাঁজা ,ফেনসিডিল ,ইয়াবা নিরুত্তর
তবু এ নেশা ছাড়তে হবে ওহে যুবক ।

ওহে যুবক তুমি প্রদীপ, তুমি নহে নেশাখোর-
এতো সুন্দর একটি নাম, তবে কেন
প্রদীপ আজ নেশাখোর !
প্রদীপ তুমি, আমার চোখে চোখ রেখে
যদি বলো, তুমি একান্তই জাতির, কি করে হবে নেশাখোর?
প্রদীপে ফিরে এসো, তুমি আমার, তুমি জাতির
তুমি নহে নেশাখোর-

-----------------------------------------19-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



No comments:

Post a Comment