-কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্বীকৃতিহীন
কোন নবজাতককে বাবা মার কোলে দেখিনি
আমি
দেখিছি শুধু দেখেছি পোকা মাকড়ের ভীড়ে অপলক চাহনী
কিংবা নিথর দেহ দেখেছি, কোন চিৎকার শুনিনি-
সেই
কবে কার গর্ভে তুমি এসেছিলে কেউ বলেনি-
কেউ
স্বীকার করেছে কিনা আমার জানা নেই
শুধু
জেনেছি তুমিও এই নিখিলের অংশীদার
তুমিও
মানুষের অবয়বে এ ধরায় এসেছো তবু
তোমার
প্রাণে আসেনি, কখনো আসেনি বসন্তের সম্ভার
যখন
এসেছিলে মায়ের গর্ভে এক নরপশুর অগ্রাসনে
সেদিন
তুমি জানতে না কি এক পাপের ফসল তুমি!
অথচ
তুমি ছিলে নিস্পাপ,বিধাতার পবিত্র ফুল!
তোমার
কানের কাছাকাছি হয়তো কখনো বাজেনি মায়ের গান
হয়তো
জড়িয়ে নেয়নি পিতার বুকে দুপুর সন্ধ্যায়
শুধু
পেয়েছো স্বীকৃতিহীন মায়ের গর্ভ্ কিংবা নরপশুর অস্বীকৃতি
পৃথিবীর
মানুষেরা তোমাকে বাঁচতে দেয়নি
তোমার
পাশে দাঁড়ায়নি! তুমি আজ ডাসবিনে-
কি
করে ক্ষমা করবে হে স্বীকৃতিহীন নবজাতক ?
এক
মায়ের গর্ভে এসেও মা হীন তুমি সারাক্ষণ
এক
পিতার প্রণয়ে এসেও পিতাহীন তুমি সারাক্ষণ
অথচ
নিশ্চুপ পৃথিবী!
ভয়
নেই, ভয় নেই ওহে স্বীকৃতিহীন নবজাতক !
ওই
আরশে তোমার মালিক স্বীকৃতি দিচ্ছে-
তুমি
নিষ্পাপ, তুমি তারই মেহমান-
তুমি
যে গর্ভে এসেছো সে ফিরে আসবেই, সে ফিরে আসবেই
তোমার
কাঠগড়ায়-
এ
পৃথিবীর মানুষরূপী নরপশুরা বদলাবে কিনা জানি না-
তবে
স্বীকৃতিহীন নবজাতকেরা সেদিন দাঁড়াবে
এ
হৃদয়ের কোণে কোন অনুতাপের তরঙ্গ উঠে কি না
আমি
জানি না-
সব
স্বীকৃতিহীন নবজাতকেরা জোট বেঁধেছে নরপশুদের বিরুদ্ধে
খুব
কাছাকাছি-
এক
ভয়ঙ্কর শাস্তির বার্তা শুনতে পারছি ওহে স্বীকৃতিহীন নবজাতকের পিতা-মাতা ।
বিধাতার
রায় আসছে---
-----------------------------------19-02-2019,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment