Monday, February 18, 2019

মানুষই করেছে গোলমাল



                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হারিয়ে আপনার পরিচয় এ নিখিলে কাঁদো কি প্রাণ ?
চারিদিকে ভেজাল ঝড়ে নুয়ে পড়ে সব জিনিষের মান,
ভেজালের হাত থেকে মুক্তি কি পাওয়া যায় ধরা !
মানুষের কাছে মানুষের পরিচয় সে যে অধরা-

যে মুকুট পড়ে আছে মানুষ,তার গভীরে ক্রিমিনাল-
কে বলে জিনিষ ভেজাল? মানুষই করেছে গোলমাল
পোকায় ধরেছে আজ এ মানুষের ললিত বিবেকে
ক্ষণিকের মোহে প্রাণেরা মনুষ্যত্বকে রেখেছে ঢেকে
মূল্যবোধ হারিয়ে গেছে অনিষ্টের গড়া এ সমাজ
অথচ মানুষেরাই বলে প্রতিটি জিনিষ ভেজাল আজ !
বলো না কার এই কাজ ?

এখনো তোমার ঘরে  পাওয়া যাবে ভেজালের সব মসলা
ক্ষমা করো হে মানুষ, ওহে এই ভেজালের চ্যালা-ফেলা
তোমার দেওয়া বিষে বিষে
ভেজাল আজ সব জিনিষে জিনিষে-
ভেজাল করো না তুমি, উপহার দিবো এক মুক্তি
আজই এসো, শপথ কর, সত্যের সাথে কর চুক্তি

যে মুকুট পড়ে আছে মানুষ,তার গভীরে ক্রিমিনাল-
কে বলে জিনিষ ভেজাল? মানুষই করেছে গোলমাল।
------------------------------------18-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।







  

No comments:

Post a Comment