-কবি
মোঃ আমিনুল এহছান মোল্লা
লাশ হয়েও সে মরে তবু
নাহি থামে জটিলতা
মানুষ মানুষের গোস্ত
খায় লাশ যায় যখন সেথা
স্বজন হারানোর বেদনায়
যখন শোকাহত-
তখন সিন্ডিকেট বায়না
ধরে কার ভাগ কত !
কথা বলি যখন উড়ে দেয়
সব কথা
বুঝে না ,ওরা বুঝে
না এ হৃদয়ের ব্যাথা
মূল্যবোধের সাথে ব্যবধান
যেন চিরদিন-
পারেনি এসব মানুষের
হিসেব মিলাতে কোন দিন
টাকা ছাড়া খোলা নাই
আর কোন পথ!
থেমে গেছে, থেমে গেছে
মানবিক সব রথ
দূর্ভাগ্যক্রমে লাশ
হয়ে এসেছিল একটি ছেলে
বিস্ময়ভরা চোখে দেখলাম
লাশ নিয়ে ওরা কত খেলা
খেলে-
ওই লাশ! ওই লাশ! পঁচে
গিয়েছে মাঠে
তবু ওদের মন গলেনি
ছিনতাই করেছে পকেট
প্রতিটি ঘাটেঘাটে
ওহে মানুষ কবে উঠবে
এ প্রাণে মানবিক রোদ?
যা হচ্ছে, যা দেখছি
এ কি তোমাদের মূল্যবোধ
?
না না এ শুধু ঘৃণা
আর চির ক্রোধ-
লাশ হয়েও সে মরে তবু
নাহি থামে জটিলতা
মানুষ মানুষের গোস্ত
খায় লাশ যখন সেথা!
------------------------------------18-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment