Monday, February 18, 2019

আমাদের দেনা -পাওনা




                                             -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
শেষ হয়নি, এখনো শেষ হয়নি
আমাদের দেনা -পাওনা
ওই দেখ, হাত তুলে আছে মায়ের বঞ্চিত ছেলেটি
দুঃখীনি মেয়েটি,
লাল-সবুজের খেয়াঘাট!
ওরা নাকি পায়নি, এখনো পায়নি বিজয়ের ঠিকানা, মুক্তির ঠিকানা-
লেখা পড়া শেষ
কিন্তু ওরা জানে না বাকী পথে কি অপেক্ষা করে আছে
সেই পথ কত দূর!
মাঝিরা শুধু বলছে, পাঞ্জেরী শুধু ডাকছে-
কিন্তু নোঙ্গর কোথায় ?
ছেলেটি ঘুরতে ঘুরতে, মেয়েটি হাঁটতে হাঁটতে
নিজেরাই আজ নেই-
এ কার অভিশাপ ?
সোনার হরিণের সন্ধান তো আর পেল না-
রিক্ত হাতে ফিরে আসতে হলো আগামীর স্বপ্নকে-
পিতা -মাতা নির্বাক!
লেখা পড়া শেষ হলো কিন্তু কর্মের নিশ্চয়তা কোথায় ?
জাতি জানতে বড় উৎসুক
বেকারত্বের এই খেলা তিঁলে তিঁলে শিক্ষিত প্রাণকে করছে নিঃশেষ-
যুবক যুবতীর স্বপ্ন হারছে যেমন হারছে বাংলাদেশ ।
শেষ হয়নি, এখনো শেষ হয়নি
আমাদের দেনা -পাওনা
------------------------------------------18-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment