Monday, February 18, 2019

ভদ্র ছেলে ভদ্র মেয়ে


  
                                               
                                          -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
একটি ছেলে শান্ত মেয়ে নিবাসে
হ্যাপি- আয়ান পাল উড়িয়ে প্রকাশে!
ফুলের মত দেখতে এ কোন সূরভী
রোজ সকালে পড়ছে ওগো আরবি
ওমা এ যে ঘরের কোণে নিত্য জ্বলে
লক্ষী ছেলে লক্ষী মেয়ে সবার কোলে
স্কুলে পড়া দেখলে তবে মাথা চটে
একটি চকলেট হাতে পেলে চটপটে
দাদা-দাদী দেখলে পরে
এক লাফে তার দাড়ি ধরে-
বাবার কণ্ঠ শুনলে ওগো
দেওনা বইটা পড়বো মাগো
দৌঁড় ঝাঁপ আর লাফালাফি সব ছাড়িয়ে-
ভদ্র ছেলে ভদ্র মেয়ে তারা হয়ে-
ওদের মাঝে আমি দেখি তরীর মাঝি
হ্যাপি-আয়ান জগৎ বুকে নয়তো পাজি।
----------------------------18-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment