Monday, February 18, 2019

চোখ যা দেখে হৃদয় তা দেখেনা




                                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
চোখ যা দেখে হৃদয় তা দেখেনা
হৃদয় যা বলে মানুষ তা বুঝে না
এক এলোমেলো্ প্রাণে রচিত জীবনের মহাকাব্য
প্রেমহীন স্পর্শে স্পর্শে মানুষেরা ছুটিছে গন্তব্য
এক অসুরের ছাপ লেগেছে চোখে মুখে
অজানা ভয় থর থর করে বুকে
আত্তারা কাঁপছে,চৌদিকে দুষ্টেরা এক
নিরহ নির্ভেজাল সত্যেরা পদধূলিত দেখ
প্রাণের অভিসারে প্রতিবাদ করলাম নিখিলে
সিন্ডিকেট এসে বুঝি আমাকেই ফেলে গিলে
সিন্ডিকেট ছাড়া চৌদিকে দেখি কিছু নেই
আমি একা, বড় একা, সম্মুখে কেউ নেই—
চির অবক্ষয়! তবু স্বপ্ন দেখি জাগবে তারা
কিন্তু মিথ্যের অগ্রাসনে সত্যেরা দিশেহারা
তবুও আমি এখনো এক দৃঢ় শপথের ছায়া
অস্র নেই, ক্ষমতা নেই, তাতে কি !
কবিতা তো আছে এক অবিনাশী যোদ্ধা হইয়া-
শুধু
চোখ যা দেখে হৃদয় তা দেখেনা
হৃদয় যা বলে মানুষ তা বুঝে না ।
----------------------------------------18-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


No comments:

Post a Comment