Sunday, February 17, 2019

শুধু দরকার হৃদয়ের আলো




                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
ওহে জ্ঞানী , তুমি আমাকে চিনবে না, আমি তোমারই মতো
এতো আলোকিত নই! বিদ্যার স্পর্শে তুমি হয়ে ‍উঠ সবচেয়ে
উঁচু সিংহাসনের মহারতি কিংবা জ্ঞানের বাতিঘর! যে আলোতে
প্রেমের দ্বার খুলে যায় মানবতার উৎসবে-

ওহে জ্ঞানী, আবার যখন আমি দেখি তোমার কলমের আঘাতে আঘাতে
ক্ষত-বিক্ষত হচ্ছে বঞ্চিত মানুষের প্রাণ ! তোমাকে আমি
জ্ঞানী বলি কি করে? যখন তখন তুমি চাবুক মার;
অবজ্ঞা কর মানুষের অধিকার,
ফিরিয়ে দাও, বার বার ফিরিয়ে দাও, হো হো করে হেসে উঠ
তখন তোমাকে মনে হয় শিক্ষিত আহাম্মক!

এক যোগ্যাতাকে তুমি অপমান করেছো, নত শির করেছো মূল্যবোধকে
এক দায়িত্বকে অবহেলা করেছো-
তুমি হত্যা করেছো কলমের শক্তিকে, বিদ্যার আলোকে-
আসলে তুমি এক শিক্ষিত অন্ধকার !

ওহে জ্ঞানী, যখন তোমাকে দেখি
হৃদয়ের কপাট বদ্ধ করে মানবতাকে প্রহার করছো কলমের আঘাতে আঘাতে-
সিংহাসনে বসে লুণ্ঠন করছো মানুষের অধিকার
জাতিকে উপহার দিচ্ছো নাম্বার ওয়ান দুর্নীতি গ্রস্থের তকমা!
আমি তোমাকে দেশ প্রেমিক বলি কি করে ?
আসলে তুমি এক জাতির অভিশাপ !

ওহে জ্ঞানী, যদিও আমি তোমাকে কখনও দেখেনি, শুনেছি
কলমের স্পর্শে স্পর্শে মগজ আলোকিত হয়,হৃদয়ে জেগে উঠ
মানবতার বৃক্ষ!
শুনেছি কালো অক্ষরে অক্ষরে জ্বলে উঠে জ্ঞানের প্রদীপ !
কিন্তু তোমার ?
জ্ঞানের ছোবলে ছোবলে অজ্ঞ মানুষেরা দিশেহারা  হচ্ছে বারংবার-

তবুও পুস্তকের কালো অক্ষরের মতো উজ্বল আলো নেই-
কলমের মতো শক্তি নেই,জ্ঞানীদের মতো মর্যাদা নেই
শুধু দরকার হৃদয়ের আলো-
-----------------------------------------17-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment