Sunday, February 17, 2019

আসবে কি জান্নাত?




                                                   -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এক জান্নাতের খোঁজে ছুটেছি আমি অবিরাম-
এ প্রাণের ব্যকুলতা নাহি বুঝে অগ্নি সংগ্রাম
এই শূন্যতায় ধেয়ে আসে শুধু তোমার নাম
জানি না পাব কিনা! কি তার পরিনাম ।
শুনেছি জেগে আছো এক অপরূপা সাজে
আসবে কি জান্নাত আমার এই স্বপ্নের মাঝে ?
আমি যে ভালবাসি, বড় বেশী ভালবাসি তোমাকে
তুমি ছাড়া কে মুক্তি দিবে আমাকে ?
-------------------------------7-11-201,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।


No comments:

Post a Comment