-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
আমাকে দিবে-আমাকে
ঢুকতে দিবে- হে প্রহরী!
ইচ্ছে করছে খুব ইচ্ছে
করছে
সেই গুপ্ত ধনটা করি
চুরি!
তোমাকে ভাগ দিবো,
সমহারে ভাগ দিবো..
কেউ জানবে না, কেউ
বুঝবে না
আমি তুমি এক হবো ।
প্রভাতের আগেই সেই
বাঁধনটা খুলে দিবো !
এখন যে রাত্রি !
আমাকে দিবে-আমাকে
ঢুকতে দিবে- হে প্রহরী!
ইচ্ছে করছে খুব ইচ্ছে
করছে
সেই গুপ্ত ধনটা করি
চুরি!
আমার ঘর যে বড় একা
! বড় ফাঁকা !
একটু এসো, দু’জনা
করি দেখা-
আমি তুমি এক হবো
তবে কিসের সীমা রেখা
? ।
আমাকে দিবে-আমাকে
ঢুকতে দিবে- হে প্রহরী!
---------------------------------------7-11-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
No comments:
Post a Comment