-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
এক নক্ষত্রকে জ্বলতে
দেখেছি, একযুগ ধরে দেখেছি
রাত্রির তারকা রাজির
মাঝে দেখেছি বিবিএস আকাশে
সমস্ত আঁধার পেরিয়ে
উজ্জ্বল হয়ে আছো.
শত প্রাণের স্পন্দনে
স্পন্দনে ।
ঘূর্ণি ঝড় কিংবা উত্তাল
তরঙ্গের টাল মাতাল হুঙ্কার
তোমাকে দমাতে পারেনি
-কখনো পারেনি
তুমি এক অবিস্মরনীয়
কালজয়ী মহাকাব্য !
এক কবিতার জননী, শত
সংগ্রামের প্রতিচ্ছবি
অগণিত গহিন তরঙ্গের
মহাপ্লাবন !
শত স্বপ্নের স্পর্শিত
অনুভূতি
স্পন্দিত হৃদয়ের উচ্ছাস!
আমাদের সবার প্রিয় তুমি – ওহে বিথী ।
তোমাকে শুভেচ্ছা,
তোমাকে অভিনন্দন,
সেই এক যুগ আগে তুমি
এসেছিলে এক রাত্রির অন্ধকারে..
আজ তুমি -সেই তুমি
নেই,
তুমি জ্বলে আছো-অবিরাম
জ্বলে আছো
এক উজ্জ্বল নক্ষত্র
হয়ে বিবিএস আকাশে…
তোমার স্পর্শে স্পর্শে
পথ চিনে যেতে চাই..
জাগতে চাই, তোমার
মতোই জাগতে চাই
তুমি জ্বলে থাকো,
তুমি জ্বলে থাকো..
আগে যেমন ছিলে, আজ
যেমন আছো.
তুমি আমাদের সবার
প্রিয়- ওহে বিথী ।
তোমাকে জ্বলতে দেখেছি,
একযুগ ধরে দেখেছি
রাত্রির তারকা রাজির
মাঝে দেখেছি বিবিএস আকাশে ।
-------------------------------------7-11-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
**********************

No comments:
Post a Comment