-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
তোমাকে দেখলেই কেমন
যেন অপ্রস্তুত হয়ে উঠি
এক ঢেউ উঠে, প্রচন্ড
ঢেউ উঠে স্পন্দনে স্পন্দনে
অনুভূতিগুলো জেগে
উঠে, প্রচন্ডভাবে জেগে উঠে
মনে হয় এখনি..
কিন্তু কি ভেবে যেন
থেমে যাই..
কই পারিনা তো ! তোমাকে
দেখলেই..
খুব ইচ্ছে করে, প্রবলভাবে
ইচ্ছে করে
যদি পারতাম !
তুমি এমনভাবে জাগিয়ে
তুল, কষ্ট হয়, সহ্যের বাইরে কষ্ট হয়
নাই বা যদি পার
তবে কেন ?
এতো কাছে ! এতো কাছে
এসো ?
তোমাকে দেখলেই কোথায়
যেন হারিয়ে যাই !
হয়তো তোমার ঠিকানায়..
সে পথ কি বলে দিবে
?
আমি যে যেতে চাই
, তোমার ঘরে যেতে চাই
সেই ঘরে যেতে চাই
যে ঘর আমি চাই ।
তোমাকে দেখলেই কেমন
যেন অপ্রস্তুত হয়ে উঠি
এক ঢেউ উঠে, প্রচন্ড
ঢেউ উঠে স্পন্দনে স্পন্দনে ।
---------------------------------6-11-2018
।,রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

No comments:
Post a Comment