-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
একটি ফুলকে দেখেছি
আমি এক যুগ পরে..
সকলের প্রাণে প্রাণে
ঘুরে !
সূরভী সুবাসে বিবিএস
বাগানে ডানা মেলে উড়ে
নাম তার বিথী ! নাম
তার বিথী !
একটি ফুলকে দেখেছি
আমি
শত ফুলের ভীড়ে ভীড়ে
জেগে আছে উঁচু শিরে..
সেই কবে খুলিছে ডানা
বাগানের বুক জুড়ে
তুমুল ঘূর্ণি ঝড়েও
দমেনি কভূ আপনার পথ ভুলে
বৈরী সমীরনে জেগেছে
সদা বিবিএসের মগডালে..
আপোষ করেনি গ্রীষ্ম,
বর্ষা শরৎ হেমন্তে—
মেলেছে ডানা, দিয়েছে
সুবাস শীত বসন্তে !
একটি ফুলকে দেখেছি
আমি
এক যুগ পরেও কদর কমেনি
সৌরভ সুবাসে
অনন্য গৌরবে জেগে
আছে হৃদয়ের তরঙ্গে তরঙ্গে
যেখানে আছে কিছু স্বীকৃতি,
আছে কিছু শ্রদ্ধা..
আছে কিছু স্পর্শিত
অনুভূতি—
একটি ফুলকে দেখেছি
আমি
দেখেছি আমি এক যুগ
পরে ভালবাসার মঞ্চে মঞ্চে..
যেখানে বাগানের মালিরা-
মৌয়েরা
হাতে হাতে ফুল নিয়ে
মেতে উঠেছে এক আনন্দ
উৎসবে
শ্লোগান তুলেছে- তুমুল
শ্লোগান
দীর্ঘ্ জীবি হও, তুমি
দীর্ঘ্ জীবি হও- হে সবার প্রিয় বীথি !
তোমাকে শুভেচ্ছা
,তোমাকে অভিনন্দন ।
এক যুগ পরেও হয়নি
শেষ
তোমার প্রয়োজন ।
একটি ফুলকে দেখেছি
আমি, বিবিএস বাগানের মগডালে
ফোঁটে আছে, উঁচু শিরে
ফোঁটে আছে
নাম তার বিথী ! নাম
তার বিথী !
করবে কি তুমি
আগামী বিজয়ের সাথী
?
-----------------------------------6-11-2018
। উৎসর্গ্ঃ বিবিএস এ বিথিীর এক যুগ পূর্তি উপলক্ষে বিথীকে উৎসর্গ্)

No comments:
Post a Comment