-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
যে বিথীর স্পর্শে
স্পর্শে রচিত কবিতার পট ভূমি
সে বিথীকে অনুপম ভালবাসার
মঞ্চে রেখেছি আমি!
এক যুগ পর দেখেছি,
শুভেচ্ছা মঞ্চে দেখেছি,
অভিনন্দের উৎসবে দেখেছি
ফুলে ফুলে সজ্জিত
বিথীকে !
এক সোনালী সূর্যকে
দেখেছি আমি বিজয়ের মহাকাব্যে !
এক চাঁদনীকে দেখেছি
আমি বিবিএস এর অন্ধকার আকাশে
বিনিদ্র জেগে আছে
অতন্ত্র প্রহরীর মতো-
দীর্ঘ্ দিনের সহযোদ্ধাদের
কণ্ঠে কণ্ঠে শুনেছি
অবিরাম শুনেছি
পরিচালনা পর্ষদের
বাচন ভঙ্গিতে শুনেছি
আবৃতি হচ্ছে এক অমর
কবিতা
ভালবাসি- বিথীকে ভালবাসি-
অনেক ভালবাসি ।
তুমি যে স্বপ্নের
উপমা, এক প্রেরণার উৎস !
সোনালী প্রভাতের কৌশর
থেকে তোমাকে দেখে এসেছি.
প্রস্তুত করেছি নিজেকে
কি যে তুমুল উল্লাসে অবিরাম
তুমি কি তার কিছু
বুঝেছো ?
এক যুগ পরও তোমাকে
দেখেছি আমি এক সংগ্রামী চেতনায়-
তুমি ছুটেছো -নব উল্লাসে
ছুটেছো.- অবিরাম ছুটেছো
এক স্বপ্ন জয়ের অভিলাসে
!
কার সাধ্য আছে থামায়
তোমাকে ?
তুমি নির্ভিক, অদম্য
সাহসী এক অপরূপা অবিনশ্বর উপমা.
তুমি বিবিএসের প্রভাতী
সূর্য্- ওহে বিথী !
তুমি দিবসের আলো,
রাত্রির পূর্ণিমা- এক রোমাঞ্চিত প্রেমের মন্দির!
তুমি বিথী- সবার বিথী
-ওহে স্বপ্নের রাণী!
এগিয়ে চল, বীর দর্পে
এগিয়ে চল- বিবিএসের পাল তোলে- ওহে পাঞ্জেরী ।
কেন সব ছেড়ে তোমার
যাত্রী হলাম শুধু তোমারই হলাম
ওসবের কতটুকু বুঝেছো
?
তোমাকে ভালবাসি- অনেক
ভালবাসি- ওহে বিবিএসের প্রভাতী সূর্য্ !
তুমি আলোর মহরাণী,
তুমি দিবসের মহারতি
আমার বিথিী- সবার
বিথী- স্বপ্নের বিথী …
যে বিথীর স্পর্শে
স্পর্শে রচিত কবিতার পট ভূমি
সে বিথীকে অনুপম ভালবাসার
মঞ্চে রেখেছি আমি!
---------------------------------------
6-11-2018 । উৎসর্গ্ঃ বিবিএস এ বিথিীর এক যুগ পূর্তি উপলক্ষে বিথীকে উৎসর্গ্)

No comments:
Post a Comment