-কবি মোঃ
আমিনুল এহছান মোল্লা
দেখতে ইচ্ছে করে,
গভীর থেকে ইচ্ছে করে..
তোমার জমিনে লুকায়িত
সুপ্ত নদী..
খুব ইচ্ছে করে,
বিনিদ্র রজনিতে ইচ্ছে
করে.
তোমাকে জাগিয়ে তুলি..
ক্ষীপ্ত করে তুলি
সুপ্ত জল কণাগুলি,
এক তরঙ্গ তুলি স্পর্শিত
প্রবাহে প্রবাহে.
তোমার গর্জনে গর্জনে
আমি ঝাঁপ দিবো, আমি ডুবে যাবো
সেই অথৈ নদীতে---
তোমার বুকে পাল উড়াবো,
এক সন্ধির পাল উড়াবো !
যেখানে শুধু আমি আর
তুমি
দেখতে ইচ্ছে করে,
গভীর থেকে ইচ্ছে করে..
তোমার জমিনে লুকায়িত
সুপ্ত নদী..
--------------------------------5-11-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:
Post a Comment