-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
তোমার ফুল কি ছোঁতে
দিবে হে সঙ্গিনী ?
কি অপূর্ব্ ফোঁটে
আছে
একদম কাছে, খুব কাছে
-একেবারেই কাছে
ঠিক যেন হাতের নাগালে
ইচ্ছে করছে, খুব ইচ্ছে
করছে একটু ছোঁয়ে দেই
ভেঙ্গে দেই, আদর করে
ভেঙ্গে দেই
ছিনে নেই, অঘাতে আঘাতে
ছিনে নেই
তপ্ত মধু কণাগুলো
!
ভিতরের ইচ্ছেগুলো
জেগে উঠছে, দুর্বার গতিতে জেগে উঠছে.
কে থামাবে বলো হে
সঙ্গিনী !
ওই যে পাঁপড়িগুলো
চেয়ে আছে, অপলক চেয়ে আছে
আমার দিকে চেয়ে আছে..
চুপি চুপি ডাকছে,শুধু
ডাকছে , সৌরভ সুবাসে ডাকছে.
একটু ছোঁয়ে দিব কি
?
----------------------------------5-11-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:
Post a Comment