Sunday, February 17, 2019

স্বপ্ন দেখো ,স্বপ্ন দেখাও




                                                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
স্বপ্ন দেখো স্বপ্ন দেখাও ওহে যুবক !
গর্জে উঠাও তোমার এই স্পন্দিত বুক
যুদ্ধে চল উত্তাল বেগে চল স্বপ্নের পথে পথে
ওহে বীর পাল তুল এক দৃঢ় শপথের সাথে সাথে
আসুক না ঝড়! আসুক না বাধা!
জাগবেই তুমি  থাকবে না ধাঁ ধাঁ !
তুমি যে দিশারী, তুমি যে বিজয়ের দিপালী..
তবে কিসের ভয় হে স্বপ্নের পাখালি !
হ্যাঁ বলো, হ্যাঁ বলো-
রুখে দাও আছে যত পরাজিত শঙ্কা..
ভেঙ্গে দাও গুড়িয়ে দাও অনিষ্ট যত লঙ্কা
তুমি বীর- তুমি স্বপ্ন- তুমি আগামীর আলো
জেগে উঠ জেগে উঠ ওহে সূর্য্.
দুর করে দাও এ পৃথিবীর যত কালো ।
এক বিজয়ের স্বপ্ন বুঁনেছি তোমাদের মাঝে..
ওহে বীর, ওহে দামাল, ওহে অবিনাশী..
সুপ্ত শিখাকে জাগিয়ে দাও,এখনি জাগিয়ে দাও
এ জাতির প্রভাত দুপুর সাঁঝে ।

তুমি প্রত্যাশা, তুমি আগামী, তুমি লাল-সবুজের প্রহরী
এগিয়ে চল , বীর দর্পে এগিয়ে চল ওহে পাঞ্জেরী ।
স্বপ্ন দেখো স্বপ্ন দেখাও ওহে যুবক !
গর্জে উঠাও তোমার এই স্পন্দিত বুক ।
-----------------------------------5-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment