Sunday, February 17, 2019

হঠাৎ চেয়ে দেখি




                                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
হঠাৎ চেয়ে দেখি তোমার ঠোঁটের লাল প্রলেপটা নেই..
বাকী সব ঠিকই ছিল

শুধু দেখিনি হাসিটা ! রাঙা ঠোঁটের হাসিটা
যে হাসির জন্য তোমাকে এতো ভালবাসি, এতো ভালবিাসি.
আজ কি এমন হলো হে প্রিয়া..
মলিন ঠোঁটে তুমি কাছে এলে, খুব কাছে এলে..
কিন্তু তরঙ্গ তো উঠেনা..
শিরহণ তো জাগেনা

আমি চাই- সেই রাঙা ঠোঁট  ‍দু’টো  চাই
রাঙা ঠোঁটের হাসিটা চাই..
খুব গভীরে  দেখতে চাই
যেমন করে আমি চাই ।

হঠাৎ চেয়ে দেখি তোমার ঠোঁটের লাল প্রলেপটা নেই..
---------------------------------4-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment