Sunday, February 17, 2019

কেন নিবে এই অপবাদ?




                                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ঠিক সামনের সীটে!
স্মার্ট্ ফোন হাতে ষোল কিংবা সতের বছরের একটি মেয়ে.
তার পাশেই বসা বিশ বছরের টগবগে যুবক ।
চেয়ে আছে-অপলক চেয়ে আছে চারটি নয়ন.
অনুমান করছিলাম কিছু একটা হচ্ছে, খুব মনোযোগ সহকারে হচ্ছে
জানালার গ্লাসে হঠাৎ তাকালাম !
সেই মোবাইলের ছবিগুলো ভাসছে, যৌন উত্তেজক ছবি
যাকে বলে পর্ণগ্রাফী কিংবা ব্লুফিম !
যুবকটির হাতটা পাঞ্চ করে যাচ্ছে অনবরত !যুবতিটা হেলে আছে
কে আসছে -কে যাচ্ছে- সে দিকে খেয়াল নেই
এক অন্তরঙ্গ মুহূর্ত্ !
অনেক চেষ্টা করলাম বিভিন্ন শব্দে শব্দে
ধ্যান আর ভাঙ্গলো না---
অপলক চেয়ে আছে ষ্মাট ফোনের পর্দায় পদায়…
সব যেন হাতে নাগালে
খুব সহজে ! খুব সহজে..
নিভে যাচ্ছে আগামীর প্রদীপগুলো
এ কোন যুবক যুবতীকে দেখলাম আমি..
এটা কি ডিজিটালাইজেশনের আর্শীবাদ ! নাকি আমাদের চরিত্রের অভিশাপ ?
যাইহোক না কেন
আমরা হেরে গেছি আমাদের কাছেই হেরেগেছি
নহে গো অপরাধ, প্রযুক্তির নহে গো অপরাধ
প্রযুক্তির সঠিক ব্যবহারই আমাদের আর্শীবাদ!
হে যুবক ! হে যুবতী !কেন নিবে এই অপবাদ?
--------------------------------------4-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



No comments:

Post a Comment