Sunday, February 17, 2019

চোখে না সইলে




                                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ট্রেনটায় অনেক ভীড় ছিল! একেবারে ঠাঁসাঠাঁসি
ঠিক কর্ণারে টয়লেটের পাশে দমফাটা হাসাহাসি
কেউ একজন বলছিল ভাই একটু চুপ করেন-
ওই বেটা তোর কি? বলেই একটা চর মারেন
ট্রেনটা এয়ারপোর্ট্ ষ্টেশনে আসল..
নামতেই দেখি ছুটে আসছে যুবক যুবতীর দল
কি প্রচন্ড মাইর ! লোকটি পড়ে গেল..
কপাল দিয়ে রক্ত ঝরছিল
আমি এগিয়ে গেলাম, ভয়ে ভয়ে এগিয়ে গেলাম !
আমাকেও বকাবকি করছিল, নোংরা ভাষায় করছিল
ওই বেটা তোর কি ? চামচার বাচ্ছা..

আমরা প্রেমিক প্রেমিকা! আমরা ভার্সিটিতে পড়ি
যচেষ্ট পরিপক্ষ !
আমরা একে- অপরকে ভালবাসি.জীবন দিয়ে ভালবাসি
যা ইচ্ছে তাই করব
দু’দিন পরেতো বিয়ে করবই-
চোখে না সইলে রুমাল দিয়ে ঢেকে রাখ !
মাথা নীচু করে চলে আসলাম
আর ভাবছিলাম হায়রে কলি কাল !
কি আধুনিক প্রেম ! কি আধুনিক নগ্নতা !
কি আধুনিক প্রেমিক-প্রেমিকা !
যুবক ভার্সিটিতে পড়ে, যুবতী ভার্সিটিতে পড়ে
কোন খবর কি রাখ
ঔখানে ওরা কি করে ?

ট্রেনটায় অনেক ভীড় ছিল! একেবারে ঠাঁসাঠাঁসি
ঠিক কর্ণারে টয়লেটের পাশে দমফাটা হাসাহাসি ।
-----------------------------4-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment