Sunday, February 17, 2019

এতো কাছে এসো না




                                          -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
কতোবার বলেছি, তোমাকে বলেছি
কাছে এসো না, এতো কাছে এসো না

দুষ্টটা আমার তেড়ে মেরে রেগে উঠে
ঘুম থেকে জেগে উঠে
না বুঝেই জেগে উঠে
গুপ্ত ঘরে
দুষ্টতা আমার গভীর ঘুম ভেঙ্গেছে অনেক
হঠাৎ রেগে উঠে
না বুঝেই রেগে উঠে
দুষ্টাকে আমি ভুলে থাকি যদি
সে তোমাকে ডেকে আনে
বার বার ডেকে আনে
গুপ্ত ঘরে ডেকে আনে

কতোবার বলেছি, তোমাকে বলেছি
কাছে এসো না, এতো কাছে এসো না
------------------------------,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment