-কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
চারিদিকে ঝড় উঠেছে!
তুমুল ঝড় উঠেছে
এক পরনিন্দার ঝড়!
সে পারেনি, ও করেনি-
ওরা দেখেনি
এক অর্কমার ঢেকি
!
আমরা কি করেছি তা
কিন্তু বলিনি !
সমালোচনা চলছে ! চারিদিক চলছে হরদম
বাক স্বাধীনতার নামে
চলছে অকথ্য গালি গালাছ.
রচিত হচ্ছে গীবতের
মহাকাব্য.
ভুলণ্ঠিত করছে লাল-সবুজের
গর্বিত অর্জ্ন
বজ্র কণ্ঠে আবৃতি
হচ্ছে এক ছলনার কবিতা,.
মঞ্চে মঞ্চে দেখি
অন্ধ বধিরেরা নৃত্য তুলেছে,
এক বেলাজ নৃত্য তুলেছে!
ভেঙ্গে ফেলেছে সম্মুখের আয়না ।
ওরা ভুলে গেছে, আপনার
চেহারা ভুলে গেছে..
ওরা মুখোশ পড়া ছদ্মবেশী অভিনেতা
বিবেকহীন বিবেকের
এক মহযজ্ঞ!
দাউ দাউ জ্বলছে, অবিরত
জ্বলছে বাংলার অলি গলি ।
চারিদিকে ঝড় উঠেছে!
তুমুল ঝড় উঠেছে
এক পরনিন্দার ঝড়!
যেখোনে নিজের চেহারা নিজেরাই ভুলে গেছি
সেখানে কিভাবে পরনিন্দায়
নাচি ?
আমরা ভুলে গেছি, আপনার
চেহারা ভুলে গেছি
------------------------------------4-11-2018
।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:
Post a Comment