Sunday, February 17, 2019

শেষ শব্দ নেই, শেষ বাক্য নেই




                                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
শুনেছি ওই কবিতার নাকি কোন শেষ শব্দ নেই..
শুনেছি ওই মহাকব্যের নাকি কোন শেষ বাক্য নেই

শুধু দেখেছি আছে কিছু আদর্শহীন নীতি বাক্য..
শুধু দেখেছি আছে কিছু পালা বদলের সীমাহীন ঐক্য।

যখন যেমন তারই ছন্দ তালে..
শ্লোগান তুলেছে কবি ব্যাকরণ ভুলে..
অজ্ঞ পাঠকেরা দেখে না আঁখি খুলে
কি লেখা আছে ওই কাব্যের মূলে !

অথচ এক আদর্শের বিশ্বাসে পাঠকেরা রণে রণে..
আর কবিরা রঙ বদলায় আপনার স্বার্থ্ গুনে গুনে

এ এক জটিল মহাকাব্য! এ এক জটিল সমীকরণ!
যেখানে কবিরা সিংহাসনে, আর পাঠকেরা চরণ।

এ কেমন মহাকাব্য  রচিলে হে কবি !
যে কবিতার কোন শেষ শব্দ নেই
যে কবিতার কোন শেষ বাক্য নেই
আছে শুধু ঠকবাজি, আছে শুধু ছলনা !
যেখানে কেউ পাঠকের কথা ভাবে না ।

ওহে পাঠক কোন আদর্শের যুদ্ধে তুমি !
কবি তো ভুলে গেছে কবিতার পট ভূমি ।
যেখানে শেষ শব্দ নেই, শেষ বাক্য নেই
আছে শুধু খাই খাই আর যাই যাই যাই….
নাই শুধু অজ্ঞ পাঠকেরা নাই নাই নাই-----------
------------------------------------ 3-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।







No comments:

Post a Comment