Wednesday, November 9, 2022

আজ তুমি মুক্ত

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ০৯-১১-২০২২ ইং

*******************

ভালবাসার অশ্ব  আজ বড় বেশী উত্তাল,

বড় বেশী বেসামাল,

কারাগারের বন্ধী শালায় অবরুদ্ধ করব

শিকড় বেড়ি পড়াব

তবু যদি হয় ক্ষান্ত, তবু যদি হয় শান্ত

তবু যদি হও মুক্ত

আমি ভেবে নিব কিছু একটা করেছি-

অফুরান ভালবাসতে পেরেছি

আর চাই না ভালবাসার অশ্বটি

তোমাকে আঘাত হানুক,রক্তাক্ত করুক

জানি তুমি খুশী হবে !

কি বল ?

অশ্বটি তোমার দুয়ার আসবে না,কখনো আসবে না

তাকে কারারুদ্ধ করেছি অন্ধকার প্রকোষ্ঠে।

আজ তুমি মুক্ত ! তুমি স্বাধীন !

তবু যদি হও ক্ষান্ত, তবু যদি হও শান্ত ।

-----------------------------------------

No comments:

Post a Comment