Wednesday, November 30, 2022

কল্লোলিনী নিশ্চুপ

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিঃ ৩০-১১-২০২২ ইং

*******************

আজ আর হৃদয়ের ভাষা নাহি বুঝি !

বর্ণ্ শব্দগুলো এলোমেলো গলিঘুঁজি ।

বিশালতা নেই প্রাণের গভীরে কোথাও

ভালবাসার মহত্ত্ব নেই প্রেমিকার বুকেও ।

 

তবু কবি ছুটেছে শহর গঞ্জ গাও-

এতো ক্ষরণ ! তবু শুনি ডাক ওঠাও-ওঠাও

কবি তো বিলিয়ে যায় এই প্রাণ শরীর

শুধু কল্লোলিনী নিশ্চুপ অন্ধ বধির !

 

বুকের ভিতরে শুন্যতার কোলাহল শুধু

প্রেমের বাগানে ফুল নেই- মস্ত ধু ধু !

দিয়েছিলাম সব যেটুকু ছিল দেবার

শুধু তোমার ছিলনা---

 

এখানে কল্লোলিনী নিশ্চুপ অন্ধ বধির !

কবি তো বিলিয়ে যায় এই প্রাণ শরীর ।

-----------------------------------

No comments:

Post a Comment