Saturday, November 19, 2022

আসলে কে আমি ?

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১৯-১১-২২ ইং

*********************************

কে গো তুমি অন্তরে অন্তরে ?

অদৃশ্য হয়ে বাসা বেঁধেছো শরীরে শরীরে !

কতো তরঙ্গে জেগে উঠো গভীরে

দিবা যামী প্রহরে প্রহরে—

আজো বুঝলাম না, চিনলাম না তোমারে

এই তুমি একদিন ফাঁকি দিবে আমারে---

মৃত্যুর অভিসারে

অনন্তের প্রান্তরে---

কখনো ভাবেনি এই তুমি নহে গো আমার !

আমারে করলে নিথর লাশ! মূল্যহীন শরীর ।

পরশিয়া মোরে ওই দূর আরশে উড়লে তুমি !

আমি পঁচে গলে মূল্যহীন হলাম- এ ভূমি।

আসলে কে আমি  ?

আমি তো গেছি নশ্বর দুয়ারে থামি ।

পৃথিবীর এ আয়োজন বড় আনমনে

আমিতো আমার নই এই নশ্বর ভুবনে।

-------------------------------------

No comments:

Post a Comment