Friday, November 11, 2022

প্রিয় কবির

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ১১-১১-২২ ইং

*********************************

হে যুবক, তুমি তুললে এ বিশ্বে মহাঝড় !

চির সত্যে জাগালে জলহীন মরু প্রান্তর!

তুমি বীর ,তুমি উন্নত মম শির

তুমি সেই যুবক আমাদের প্রিয় কবির।

অদম্য স্পৃতা দৃঢ় মনোবল শেষ সম্বল

প্রতীজ্ঞায় ইস্পাত কঠিন- প্রাণ চঞ্চল।

দুঃখ - ব্যর্থতা আছে তবু নেই অবসাদ !

নেই কোন ধবংস, নেই কোন বিবাদ-

তুমি এক মহা বিজয়ের মহা উৎকর্ষ্ !

তুমি এক বিপ্লবের মহা সংঘর্ষ্ ।

তুমি এক দৃঢ় যোদ্ধা সমর প্রতিকুল-

তুমি ফুটাও চির সাম্যের মানবিক ফুল।

তুমি আমাদের প্রিয় কবির প্রত্যেক বুকে

সদা জেগে থাকো হাসি মুখে- সুখ-দুঃখে।

---------------------------------------------------

No comments:

Post a Comment