কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিঃ ২২-১১-২০২২ ইং
*******************
হুজুগ, হুজুগ চারিদিকে হুজুগ !!
না বুঝে চিৎকার করে উঠে আবেগী লোক।
মনে হয় না এরা বীরজাতি যুদ্ধের উদ্দীপক
বিবেক এখানে গোলাম,
স্বাধীনতার দ্রাঘিমা ঘিরে
আবল- তাবল কিছু
আজ নিয়েছে বাঙালির পিছু।
যে রকম ভেছিলাম, শুনেছিলাম
তার ছিটে ফুটাও নাহি পেলাম
হুজুগ, হুজুগ চারিদিকে হুজুগ !!
শুনেই চিৎকার করে উঠে কিছুলোক
এখানে বিবেক একা, দেশপ্রেম একা
আবেগ বাঙালির কাছে এসে
হুজুগের দাবানলে চৈতন্য হারালাম
দেশপ্রেম বির্সজন দিলাম--
স্বাধীনতা পেলাম ,পুনরায় হুজুগে হারালাম।
-----------------------------------
No comments:
Post a Comment