Saturday, February 2, 2019

আমার অহংকার


                                          -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
কৃষ্ণ চূড়ায় লাগছিল বেশ লাল সবুজের শীর..
যে বুকেতে সাজানো আছে স্বাধীন একটি নীড়।

সুদূর থেকে লাগছিল বেশ মুক্ত মায়ের আঁচল
যে আঁচলে দেখছি আমি চৈতন্যের এক দল ।

দেখরে তোরা মায়ের বুকে লাল সবুজের খেলা.
একটি নিশান উড়ছে ঐ মুক্তি যুদ্ধের ভেলা ।

কে আছিস ভাই দেখবি তোরা মুক্তি যোদ্ধার ফুল ?
আজ ফোটেছে, আজ ফেটেছে বঙ্গ মায়ের কূল!

আয় তোরা দেখরে তোরা মুজিব প্রাণের ফল.
মুক্তির যুদ্ধের বিজয় কেতন-ওহে নবীন দল ।

লক্ষ প্রাণের রক্ত দাগে লাল সবুজের নিশান.
গর্ব্ জাতির-গর্ব্ আমার - ওহে হৃদয় পাষাণ ।

ওহে পাষাণ, ওহে বেঈমান , ওহে কুলাঙ্গার.
দেখরে তোরা ‍উড়ছে যে আজ আমার অহংকার !

সবাস! সাবাস! মুক্তি যোদ্ধা সাবাস শেখ মুজিব
ভয় নেই তোর আমরা আছি
জ্বালাব নবীন প্রদীপ ।

দেখরে তোরা মায়ের বুকে লাল সবুজের খেলা.
একটি নিশান উড়ছে ঐ মুক্তি যুদ্ধের ভেলা ।
------------------------------------------10-10-2018, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।





No comments:

Post a Comment