Saturday, February 2, 2019

ফুল যে ফুটে আছে





                                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

সেই কোকিলের কুহু কুহু ডাক আর শুনি না..
ডালে ডালে এখন  আর কোকিল বসে না ।

সুমধুর কন্ঠ  বাজে না কর্ণের গোপন কুঠিরে
স্পন্দিত তরঙ্গগুলো থেমে গেছে ভিতরে

অপলক খোঁজে বেড়াই সেই রাঙা চোখের তুমিকে.
যে তুমি অজান্তেই এসেছিলে হৃদয়ের পলকে ।

যে তুমি এসেছিলে এক অনুভবের বসন্তে.
সে তুমি কুহু কুহু সুরে গাইতে একান্তে.

আজ জানি না,
কোন সে অভিমানে সেই বসন্ত ভুলে গেছো
ভুলে গেছো -যে রঙে সাজতে তুমি-
ভুলে গেছো- যে তরঙ্গে গাইতে তুমি
ভুলে গেছো- প্রেমিকের বসন্ত ভূমি !

বসন্ত যে এসে গেছে, ফুল যে ফুটে আছে
এক পুলকিত গাছে গাছে..

শুধু নেই- তুমি নেই- এ বসন্তের মাঝে !
তুমি ছাড়া এ প্রাণ কি সাজে ?

সেই কোকিলের কুহু কুহু ডাক আর শুনি না..
ডালে ডালে এখন  আর কোকিল বসে না ।

প্রেমের ফুল যে ফুটে আছে
তোমার কুহু কুহু সুরের মাঝে ।
--------------------------------10-10-2018 ।, রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

No comments:

Post a Comment