Saturday, February 9, 2019

ভাল হতো




                                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আজ সূর্য্টা জাগলেই ভাল হতো !
চৌদিক এমনিতেই অনেক অন্ধকর অনেক কুঁয়াশা ।

লাল-সবুজের বুকে চির ধরে গেছে..
বঙ্গপোসাগর ভাগ হয়ে গেছে..
জঙ্গলে জঙ্গলে দাউ দাউ জ্বলছে আগুন
আজ সূর্য্টা জাগলেই ভাল হতো !

প্রাণে প্রাণে বিচ্ছেদের লেলিহান শিখা.
সংসার ভাঙ্গোনের সুর ধ্বনি..
বিশ্বাস অবিশ্বাসে তুমুল যুদ্ধের রণ ক্ষেত্র..
সবুজের বিছানা পুড়ে গেছে.
লাল রঙ বিবর্ণ্ হয়ে গেছে
গাছে গাছে পাতারা ঝরে গেছে
আজ সূর্য্টা জাগলেই ভাল হতো !

প্রেমিক প্রেমিকেরা ভুলে গেছে প্রেম
চোর ডাকাতে চলছে মহা উৎসব !
বিশ্বাস ঘাতকেরা মঞ্চে মঞ্চে উম্মুক্ত ময়দানে..
অলিগলি চলছে অবৈধ সঙ্গম
মাদক দ্রব্যের ফোয়ারা গর্জে উঠেছে
দুর্নীতির জাল সমুদ্রে সমুদ্রে বিস্তৃত.
মাঝিরা নগ্ন পথে পথে সন্ধি করেছে

আজ সূর্য্টা জাগলেই ভাল হতো !
চৌদিক এমনিতেই অনেক অন্ধকর অনেক কুঁয়াশা ।
---------------------------------23-10-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



No comments:

Post a Comment